থাইল্যান্ডের মন্দিরের আদলে মন্ডপ গড়ে তাক লাগাতে চলেছে সুদর্শনপুর সার্বজনীন

#রায়গঞ্জ: রায়গঞ্জ তথা জেলার সেরা দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি খুঁটি পূজার মধ্যে দিয়ে তাদের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করে দিল। বুধবার সকালে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর নয়ন দাস, শিল্পী দাস, পূজা কমিটির সভাপতি রথীন্দ্র চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা।

এবার এই পুজো পদার্পণ করল ৭৪ তম বর্ষে। এবছর তাদের পূজা মন্ডপ তৈরি হবে থাইল্যান্ডের “ওয়াট রঙ খুন টেম্পল” এর আদলে। লক্ষাধিক টাকার বাজেটের এই পুজো প্রতি বছরই কিছু না কিছু চমক দেয় জেলা বাসিকে। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে জানালেন পূজা কমিটির সভাপতি রথীন্দ্র চৌধুরী। তিনি আরও জানালেন, বহিরাগত শিল্পীদের তৈরি মণ্ডপ ও আলোকসজ্জা এবছর নজর কাড়বে সকল দর্শনার্থীদের।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা