#রায়গঞ্জ: রায়গঞ্জ থেকে তেইশ চব্বিশ কিলোমিটার উত্তরে বিন্দোল গ্রামে প্রবেশের মুখেই শতাব্দী প্রাচীন ভৈরবী মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল বুধবার। প্রতিবছর রাখি পূর্ণিমার দিন এই পুজো অনুষ্ঠিত হয়। কাঞ্চন নদীর তীরবর্তী এই মন্দিরের নির্মাণকাল সম্পর্কে মত প্রচুর। এমনকি মন্দিরের বিগ্রহটি কোনো দেবী নাকি পুরুষ দেবতা তা নিয়েও মতান্তর রয়েছে।
তবে বিতর্ক যতই থাকুক মন্দির নিয়ে জনসাধারণের আবেগ অসীম। যার প্রমাণ মিলল মন্দির প্রাঙ্গণে মানুষের ঢল দেখে। বিন্দোল বা রায়গঞ্জই শুধু নয়, দূর দূরান্তের মানুষ কেবলমাত্র আস্থার উপর ভরসা করে এই রাখি পূর্ণিমার দিন ভিড় জমান মন্দির প্রাঙ্গনে। পুজো কমিটির সম্পাদক শ্যামল সমাদ্দার জানালেন, পুজোকে কেন্দ্র করে তিন দিনব্যাপী মেলা ও সার্কাসের আসর জমেছে পার্শ্ববর্তী মাঠে।

Author: News Britant
Post Views: 258