#রায়গঞ্জ: বুধবার সকাল থেকেই রাখিপূর্ণিমার দিনটিকে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশেষ করে তুলল রায়গঞ্জ শহর। এদিন রবীন্দ্র মূর্তির পাদদেশে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় রায়গঞ্জ পুরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পতাকা মোড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর এর মূর্তির পাদদেশে রাখি বন্ধন পালন করা হয়।
শুরুতে রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকলে। রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সংস্কৃতি দিবস পালন করা হয় এদিন। সমবেত সংগীতের পর পথ চলতি মানুষদের হাতে রাখি পরানো হয়। এই রাখি নিয়ে আসুক সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা এই আশার কথা বললেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এদিন সকাল ৯টায় কর্ণজোড়া মেইন গেট, বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী রাখি বন্ধন উৎসব ২০২৩ পালিত হয়।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে ও উত্তর দিনাজপুর জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ককে আরো সুদৃঢ করার লক্ষ্যে এই দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবে পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে রাখি বন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া গান্ধী মূর্তির পাদদেশে রাখি বন্ধন উৎসব পালন করে জাতীয় কংগ্রেস, উত্তর দিনাজপুর জেলা।
রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে সম্প্রীতির বন্ধন মানবতার বন্ধনে আবদ্ধ করেন জাতীয় কংগ্রেস এর নেতৃত্ব কর্মী সমর্থকরা। জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ তিলকতীর্থ ভৌমিক, তুষার গুহ, নার্গিস খাতুন, সৌভিক দাস প্রমুখ নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
তবে এবারের রাখি বন্ধন উৎসব একটু অন্য ভাবে পালন করল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রাখি বন্ধন যেখানে বয়ে নিয়ে আসে সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মৈত্রীর বার্তা সেখানে তারা এই বন্ধনে আবদ্ধ করল তৃতীয় লিঙ্গের মানুষদের।
সমাজের সকল স্তরের মানুষদের রাখি পরানো হলেও এই মানুষগুলি কোথাও যেন ব্রাত্য থেকে যায়, কিন্তু তারাও এই সমাজেরই অঙ্গ, সমাজেরই মানুষ। তাদের কাছে টেনে নিয়ে সমাজের প্রতি এই বার্তাই তুলে ধরতে চান বলে জানান উদ্যোক্তারা। তৃতীয় লিঙ্গের মানুষরাও এই উদ্যোগে আপ্লুত। সোনামনি শেখ নামে তৃতীয় লিঙ্গের এক প্রতিনিধি জানান, পরিবার পরিজন ছেড়ে সমাজেই একঘরে হয়ে থাকেন তারা। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বললেন, রাখির এই সম্প্রীতির বন্ধন যেন একদিনের না হয়, এই বন্ধন হোক চিরন্তন।
