আর্থিক গরমিল ও তছরুপের অভিযোগে সাসপেন্ড রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার

#রায়গঞ্জ: প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা আর্থিক গরমিল ও তছরুপের অভিযোগ উঠল রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের এক ম্যানেজারের বিরুদ্ধে। সঞ্জয় চক্রবর্তী নামের ওই ব্যক্তি বুনিয়াদপুর ব্রাঞ্চে থাকাকালীন অবস্থায় ওই বিরাট পরিমান অর্থ তছরুপ করেন বলে ব্যাঙ্কের অন্তর্তদন্তে ধরা পড়ে। এরপর তাঁকে সরিয়ে উত্তর দিনাজপুরের ইটাহার ব্রাঞ্চে বদলি করা হয়।

এরকম পরিস্থিতিতে ইটাহারে থাকাকালীনই ওই ম্যানেজারকে বিরাট পরিমান অর্থ তছরুপের অভিযোগে সাসপেন্ড করার পাশাপাশি ওই ম্যানেজারের বিরুদ্ধে বংশিহারি থানায় অভিযোগ জানানো হয় বলে জানালেন রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রটরসের চেয়ারম্যান তিলক চৌধুরী। তিনি বলেন, উনি দোষ স্বীকার করে ইতিমধ্যেই ৭৮ লক্ষ টাকা ফেরত দিয়েছেন।

বাকি টাকা সেপ্টেম্বরে ফেরত দেবেন বলেছেন। কিন্তু টাকা ফেরত দিলেই শাস্তি মকুব হবে তেমনটা নয়। শাস্তির ধরণটা হয়ত বদলাবে। টাকা ফেরত দিলে একরকম শাস্তি, না দিলে অন্যরকম শাস্তি হবে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্কের অর্থ তছরুপের একের পর এক অভিযোগ যখন সামনে আসছে, তখন নতুন করে রায়গঞ্জ কো-অপারেটিভ ব্যাঙ্কের নাম জড়িয়ে যাওয়ায় এখন আমানতকারীরা আতঙ্কে ভুগতে শুরু করেছেন। এবিষয়ে ওই অভিযুক্ত ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা