নিজেদের হাতে তৈরি রাখি পরিয়ে আনন্দে মেতে উঠলো প্রাথমিক স্কুলের খুদেরা

#রায়গঞ্জ: বিদ্যালয়ের কচিকাঁচারা নিজেদের হাতে তৈরি রাখি পড়িয়ে পালন করল রাখি বন্ধন উৎসব। কিছু দিন আগেই হয়ে গেছে পঠন মেলা। পঠন মেলায় ব্যবহৃত কাগজ সহ অন্যান্য সামগ্রী দিয়েই নিজেদের হাতে রাখি তৈরি করেছে ক্ষুদেরা। সেই রাখি তারা পড়িয়ে দিল শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের হাতে। শিক্ষক শিক্ষিকারাও তাদের হাতে সেই রাখি পড়িয়ে দেয়।

বৃহস্পতিবার পার্বতী দেবী এফ পি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত রাখি বন্ধন উৎসবে এই চিত্রই উঠে এল। খুদে পড়ুয়াদের নাচে, গানে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসকমন্ডলীর সদস্য সাধন বর্মন, স্থানীয় কো অর্ডিনেটর শিল্পী দাস। এরপর বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জল এর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন সন্দীপ বিশ্বাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ বললেন, বিগত দুদিন ধরে ছাত্রছাত্রীরা অব্যবহৃত কাগজ, ফেলে দেওয়া জিনিস দিয়ে বিদ্যালয়েই রাখিগুলি তৈরি করেছে। আজ সেইগুলিই তারা সকলকে পরিয়ে রাখিবন্ধন উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে পালন করল। প্রতিবছরই এই অনুষ্ঠানটি আমরা করে থাকি। এছাড়া সরকারি ফান্ড থেকে আমরা বিদ্যালয়ের জন্য একটি পরিশ্রুত পানীয় জলের মেশিন কিনেছি। সেটিরও উদ্বোধন হল আজ।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা