একাধিক দাবি নিয়ে বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

#রায়গঞ্জ: বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষকদের পি এফ এর হিসাব, সার্ভিস বুক আপডেট সহ কুড়ি দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ সদর চক্র শাখা। এদিন বিকেল চারটায় নেতাজি পল্লীতে অবস্থিত রায়গঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে ডেপুটেশন দেন তৃণমূল নেতৃত্ব।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ চৌহান, গৌতম পাল, শামীম আলমসহ একাধিক নেতৃত্ব ও সদস্যরা। রায়গঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ দাবিপত্র গ্রহণ করেন এবং দ্রুত সমস্যা গুলি সমাধানের আশ্বাস প্রদান করেন।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা