নদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের কুর্তি নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ উদ্ধার করলো মেটেলি থানার পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষ কুর্তি নদীতে মাঝে জলের মধ্যে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরনে শুধু হাফ প্যান্ট পড়া ছিল।
এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানাগেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃতদেহ সেনিয়ে খোঁজ চলছে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা