

#মালবাজার: বু ধবার ভদ্রা যোগ থাকায় বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব পালিত হলো ওদলাবাড়িতে। এদিন ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে রাখি বন্ধন উৎসব পালন করলো ওদলাবাড়ি লায়েন্স ক্লাব। এদিন সকাল ১০ ট থেকে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্টাফসহ বিভিন্ন কর্মিদের রাখি পরিয়ে, মিষ্টি মুখ করান লায়েন্স ক্লাবের সদস্যরা। পাশাপাশি রোগীদের হাতেও রাখি পরিয়ে দেন ক্লাব সদস্যরা।


ওদলাবাড়ি লায়েন্স ক্লাবের প্রসিডেন্ট উদয়ন সেন বলেব, গতকাল এবং আজ দুদিন রাখি বন্ধন উৎসব। তবে গতকাল ভদ্রা যোগ থাকায় অনেকে আপত্তি জানিয়েছিল তাই আজ আমরা এই দিনটি পালন করছি৷ প্রথমে মাল ব্লক এর বি এম ও এইচ দীপঙ্কর কর মহাশয় কে রাখি পরাই। এরপর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নার্সসহ বিভিন্ন কর্মিদের রাখি পরিয়ে শুভেচ্ছা জানাই।









Author: News Britant
Post Views: 300