ওষুধের দাম বিষয়ক কর্মশালা রায়গঞ্জে

#রায়গঞ্জঃ রবিবার সকালে পিপলস রিলিফ কমিটি ওয়েষ্ট বেঙ্গল ৮০ বছরের ইতিহাসে এই প্রথম রায়গঞ্জের শীলা ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন ডা. ধীমান পাল, অঞ্জন মজুমদার নির্মাল্য দাস। স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের রাজনীতি ও অর্থনীতি এবং ঔষধের দাম বিষয় শীর্ষক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পি আর সি -র সাধারণ সম্পাদক ডা. ফুয়াদ আলি।

এই কর্মশালার উদ্যোক্তা পি আর সি, পশ্চিম বঙ্গ বিঙ্গান মঞ্চ, হেলথ সার্ভিস ডাক্তার এসোসিয়েশন এবং মেডিকেল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন। এদিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সমাজ কর্মী কৃষ্ণা সেনগুপ্ত পি আর সি – ৮০ বছরের ইতিহাসকে সাক্ষী রাখতে পি আর সি সংগঠন তহবিলে ১ লক্ষ টাকা দান করেন।

পি আর সি -র সাধারণ সম্পাদক ডা. ফুয়াদ আলির হাতে অর্থ দেওয়ার পরে কৃষ্ণা সেনগুপ্ত বলেন, আপদে বিপদে মহামারি দুর্ভিক্ষ রাজ্য জুড়ে সামান্য খরচে যে ভাবে রাজ্যজুড়ে মানুষের স্বার্থে নিরলস কাজ করেছে, তাকে সম্মান জানিয়ে মৃত বোন স্বপ্না সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টাকা দান করা হচ্ছে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা