#রায়গঞ্জঃ প্রান্ত পর্যায়ের গণিত বিজ্ঞান মেলায় দুরন্ত ফলাফল তুলে আনল রূপাহার সারদা শিশু তীর্থ। শনি ও রবিবার ধরে জলপাইগুড়ি জেলার পুটিমারীতে অনুষ্ঠিত প্রান্ত পর্যায়ের এই প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে প্রথম হয়ে নজর কাড়ল সকলের।
এদিন রায়গঞ্জে বসে ওই স্কুলের প্রধান আচার্য স্বরূপ গোবিন্দ রাহা বলেন, এবারের গণিত বিজ্ঞান মেলায় আমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীরা পাঁচটি বিভাগে প্রথম হয়েছে। প্রাথমিক চিকিৎসা বিভাগে প্রথম হয়েছে প্রাপ্তিকা বণিক, পরিবেশ পরিচ্ছন্নতা বিভাগে প্রথম অন্বেষা দেবনাথ, প্রাকৃতিক বিপর্যয় বিভাগে প্রথম অন্বেষা দত্ত, মৌলিক গণিতে প্রথম ধৃতিমান কুন্ডু এছাড়াও প্রশ্নমঞ্চে প্রথম সায়ন্তন, নিবেদিতা ও অনিক।
এদের সাথে এসকর্ট টিচার হিসেবে ছিলেন পুলক মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, অনুপম রায়, সুভাষ সরকার, আনন্দ সূত্রধর, দেবারতি বসাক, রাজেশ্বরী সরকার।
