#রায়গঞ্জ: ম্যাজিকের প্রতি শিশুদের আকর্ষণ বরাবরই দুর্বার। কিন্তু মোবাইল প্রযুক্তির যুগে লুপ্তপ্রায় এই বিজ্ঞান নির্ভর খেলা। আর এবার বিদ্যালয়ের প্রতি শিশুদের আকর্ষণ বৃদ্ধির জন্য এই ম্যাজিককেই হাতিয়ার করলো রায়গঞ্জের পার্বতীদেবী এইডেড প্রাথমিক স্কুল।
পড়াশোনার একঘেয়েমি দূর করতে, দুস্থ ছাত্র ছাত্রীদের ম্যাজিক আদতে কি, তা দেখানো ও জানানোর জন্য এবং সর্বোপরি শিশুমনে আনন্দ দানের উদ্দেশ্যে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে সাতটায় একটি আকর্ষণীয় ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়। একই সঙ্গে এদিন এই ম্যাজিক শোয়ের মাঝে রায়গঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগের সহযোগিতার ছাত্র ছাত্রী ও অভিভাবকদের ডেঙ্গু সম্পর্কে সচেতনতার উদ্যোগ নেওয়া হয়।
এই ম্যাজিক শো তে বিদ্যালয়ের ২৫০ জনের অধিক ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক ও অভিভাবকা এবং স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পরার মত। ম্যাজিক দেখে অত্যন্ত খুশি যেমন শিশুরা, তেমনই এই ধরনের আয়োজন করতে পেরে খুশি শিক্ষক শিক্ষিকারাও। যদিও লুপ্তপ্রায় এই ম্যাজিক শিল্পকে সরকারি সাহায্য ছাড়া বাঁচিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ বলে মত প্রকাশ করলেন ম্যাজিশিয়ান এস বাবু। তিনি জানান, ম্যাজিক কোন ভাঁওতাবাজি নয় এটি সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর খেলা।
