মন্ত্রী সত্যজিৎ বর্মনের অভিযোগে পোর্টাল থেকে নাম বাদ ৯ টি বিএড, ডিএলএড প্রশিক্ষণ কলেজের

#রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিএড এবং ডিএলএড কলেজকে পোর্টাল থেকে বাদ দিল শিক্ষাদপ্তর।স্কুল শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের অভিযোগের ভিত্তিতে ৯ টি কলেজকে বাদ দেওয়া হয়েছে। আর এরপর চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ৯ টি কলেজকে পোর্টাল থেকে বাদ দেওয়ায় বিপদে পড়েছেন ৯ টি কলেজের প্রশিক্ষিতদের পাশাপাশি কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

নতুন করে ভর্তির প্রক্রিয়াও বন্ধ রয়েছে কলেজগুলোতে। তবে কী কারণে পোর্টাল থেকে নাম বাদ গেলো তাঁর সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। মোটা টাকার বিনিময়ে কলেজে ভর্তির পাশাপাশি সরকারি নিয়ম না মানার অভিযোগ করেছেন মন্ত্রী সত্যজিৎ বর্মন। যদিও এই বিষয় নিয়ে রায়গঞ্জ রবীন্দ্র নজরুল স্মৃতি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডঃ সংঘমিত্রা ঘোষের দাবি, কলেজের সব কিছুই ঠিক রয়েছে তা সত্বেও নাম কেন বাদ গেল তিনি জানেন না।

ফায়ার সিস্টেম এখানে ঠিক রয়েছে। চড়া টাকার বিনিময়ে ভর্তি নেওয়ার যে অভিযোগ রয়েছে তা একেবারে ভিত্তিহীন।তবে যে কারনে নাম বাদ পড়েছে তা দ্রুত মিটে যাবে বলে তিনি জানান। অন্যদিকে এই বিষয় নিয়ে মন্ত্রী সত্যজিৎ বর্মনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলেজগুলোর বিরুদ্ধে বেশি করে টাকা নিয়ে ভর্তি নেওয়ার পাশাপাশি সরকারি নিয়ম মানা হচ্ছিল না বলে তিনি শিক্ষা দপ্তরে অভিযোগ করেছিলেন।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা