#মালবাজার: সোমবার সকালে নাগরাকাটার ময়নাডিপা গ্রামে গরু চুরি করতে এসে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ে গেল তিন যুবক। এঘটনায় ঐ এলাকায় ব্যপক উত্তেজনা দেখা দেয়।এমনকি পুলিস গেলেও প্রথমে তাদের হাতে তুলে দিতে রাজি হয়নি ক্ষীপ্ত গ্রামবাসীরা। প্রায় দুই ঘন্টা ধরে গ্রামবাসীদের বুঝিয়ে সকাল নটা নাগাদ ঐ তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। তবে এজন্য গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যে পড়তে হয় পুলিসকে।


জানাগেছে, ময়নাডিপার বাসিন্দা বলিরাম উরাও এর বাড়ির গোয়ালঘর থেকে গভীর রাত দুটো নাগাদ একটি গরু চুরি হয়। এরপর এদিন ভোরে ফের আরেকজন ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করতে ঢোকে ঐ যুবকেরা। সেই সময় গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলে।এরপর ঐ যুবকদের মারধর করা হয় এবং তাদের আটকে রাখে।


খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে গ্রামবাসীরা ধৃত চোরদের পুলিশের হাতে দিতে চায় নি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। দুই ঘন্টা চেষ্টার পর পুলিশ ধৃতদের কব্জায় নেয় এবং থানায় নিয়ে আসে। এনিয়ে পুলিশ সুত্রে জানাগেছে, তিনজনকে আটক করা হয়েছে। ঘটনারা তদন্ত শুরু হয়েছে।








Author: News Britant
Post Views: 194