আবারও আইভিল চা বাগান থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার

#মালবাজার: আবারও ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চাবাগানের ডাঙ্গি ডিভিশনের আবাদি এলাকায় ঝোপের মধ্যে থেকে এক পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হলো। জানাগেছে, মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে গেলে পাতা তোলার সময় পচা দুর্গন্ধ পায়।
গন্ধের উৎস সন্ধান করলে দেখা যায় একটি ঝোপের মাঝে চিতাবাঘের দেহ পড়ে রয়েছে। মৃতদেহটি কয়েকদিন আগের বলে অনুমান করা হচ্ছে। কারণ দেহে পচন ধরে ছিল। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সুত্রে জানাগেছে, দেহটি লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে আইভিল চা বাগান থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল। চলতি বছরে ডুয়ার্সের বিভিন্ন চাবাগান এলাকা থেকে বেশ কয়েকটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। এতেই চিন্তিত পরিবেশ প্রেমীরা। চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন,পর পর চিতাবাঘের মৃত্যু চিন্তার বিষয়। কি কারণে মারা যাচ্ছে তা অনুসন্ধান করা দরকার। ইনফাইটিং, খাদ্যাভাব না অন্য কিছু তা তদন্ত করে দেখা দরকার।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা