শিক্ষক দিবসে টিচার্স ইনচার্জের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ সহ শিক্ষিকাদের

#মালবাজার: শিক্ষক দিবসে যখন  দেশের সর্বত্র শিক্ষকদের সন্মান জানানো হচ্ছে ঠিক তখন অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত ভাবে স্কুলের টিচার্স ইনচার্জের বিরুদ্ধে আর্থিক নয়ছয় ও স্মাক্ষর জাল করে টাকা তোলার অভিযোগ জানালেন সহশিক্ষিকারা। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালবাজার শহরে।
মঙ্গলবার  শিক্ষক দিবসের দিন মালবাজার শহরের আনন্দ  বিদ্যাপীঠ হাই স্কুলের সহশিক্ষিকা তমালিকা ভট্টাচার্য, পম্পা দে দত্ত, বিদিশা ঘোষাল, তনুশ্রী দাস সহ বেশ কয়েকজন অবর বিদ্যালয় পরিদর্শক বনশ্রী দাসের  সাথে দেখা করে তার কাছে স্কুলের টিচার্স ইনচার্জ হিরালাল রবিদাসয়ের বিরুদ্ধে আর্থিক নয়ছয় ও স্মাক্ষর জাল করে টাকা তোলা সহ বেশ কিছু অনৈতিক কাজের অভিযোগ জানান। পরে লিখিত অভিযোগ জমা দেন। যদিও গতকাল তারা এই অভিযোগ নিয়ে সোচ্চার হয়ে উঠে ছিলেন এবং আজ লিখিত অভিযোগ জানান।
পরে বেরিয়ে এসে শিক্ষিকারা জানান, আমাদের স্কুলে গত দুই বছর ধরে বিভিন্ন আর্থিক অনিয়ম ঘটে চলছে। স্কুলের পড়ুয়াদের আইকার্ড বাবদ ৪০০ টাকা করে নেওয়া হলেও আইকার্ড দেওয়া হয়নি।টিচার্স ইনচার্জ পরিচালন সমিতির সভাপতির স্মাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলেছেন। স্কুলের বিভিন্ন সংগ্রীহিত টাকা ব্যাংকে জমা না করা। এসবের ফলে বিদ্যালয়ে অচলাবস্থা হয়ে পড়েছিল। চক, ডাস্টার কেনা ও মিড-মিলের রান্নাকারীদের মজুরি দেওয়া থেমে গিয়েছিল। এসব নিয়ে প্রতিবাদ করতে গেলে নানান ভাবে হেনেস্তা ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ইচ্ছাকৃত ভাবে শিক্ষিকাদের অনুপোস্থিত দেখানো হয়েছে। তাই গতকাল আমরা অভিযোগ জানিয়েছিলাম আজ লিখিত ভাবে জানালাম।
এনিয়ে স্কুলের টিচার্স ইনচার্জ রবিলাল হরিদাস বলেন, সব অভিযোগ ঠিক নয়, তবে ভুল করে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল। পরে জমা করা হয়েছে। কিছু কারনে এবছর পড়ুয়াদের আইকার্ড দেওয়া যায়নি। সামনের বছর দেওয়া হবে। তারজন্য বাড়তি টাকা নেওয়া হবেনা। আর কিছু শিক্ষিকার অ্যাটেডেন্সের খাতায় ভুল করে মুছে দেওয়া ভুল হয়েছে। সেটা আমার ভুল আবার শিক্ষিকা না এসে হাজিরা খাতায় সই করেছেন সেটা তাদের ভুল। তবে সমস্যা মিটিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এনিয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি শরিফুল রহমান জানান, হ্যাঁ, কথা সত্য টিচার্স ইনচার্জ আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলেছিল। পরে সেই টাকা উনি জমা করে দেন। যেহেতু অন্যকেউ টিচার্স ইনচার্জয়ের ভার নিতে চাচ্ছে না তাই এই মুহুর্তে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে নতুন হেডমাস্টার এলে আইনানুগ ব্যবস্থা হবে। অবর বিদ্যালয় পরিদর্শক জানান, বিষয়টি উপর মহলে জানানো হবে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা