রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস পালন

#রায়গঞ্জ: মঙ্গলবার রায়গঞ্জ পুরসভার উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হল শিক্ষক দিবস। মঙ্গলবার রায়গঞ্জ পুরসভার উদ্যোগে সকাল নটায় সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের দক্ষিণদ্বারে অবস্থিত ড: সর্বপল্লী রাধাকৃষ্ণানের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং স্মৃতিচারণ এর মাধ্যমে উক্ত দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।

উক্ত দিনটি আরো মর্যাদাপূর্ণ করতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংলগ্ন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর আবক্ষ মূর্তিতে এবং পরবর্তীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠিত প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত শম্ভু শম্ভুনাথ রায় মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, কো-অর্ডিনেটর সাধন বর্মন, চৈতালি ঘোষসাহা প্রমূখ। পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন শিক্ষক জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গর্বিত রায়গঞ্জ পৌরসভা পরিবার।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা