রাজ্যের সেরা স্কুলের পুরস্কার পেল কুনোইর কে সি হাই স্কুল

#রায়গঞ্জঃ রাজ্যের সেরা বিদ্যালয় পুরস্কার পেল কালিয়াগঞ্জ ব্লকের কুনোইর কে সি হাই স্কুল। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর থেকে কুনোইর হাই স্কুলকে এই ‘সেরা বিদ্যালয়’ পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত কুনোইর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা।

জানা গেছে, গতবছর অনুর্ধ ১৪ সুব্রত কাপে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে দিল্লিতে জাতীয় স্তরে ফুটবল খেলতে যায় কুনোইর হাই স্কুল। এতেই সম্ভবত এমন পুরস্কার বলে জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার। তিনি বলেন, এদিন জেলা শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৫ই সেপ্টেম্বর কর্ণজোড়াতে ভার্চুয়াল মিটিংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরস্কার তুলে দেবেন৷

ওই দিন স্কুল থেকে ৫ জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবে। পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা প্রদান করা হবে। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কুলের সহকারি শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির সদস্যরাও।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা