#রায়গঞ্জ: রায়গঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত আইসি সৌরভ সেনের উদ্যোগে, রায়গঞ্জ পৌরসভা, ক্রেতা সুরক্ষা দপ্তর এবং মোহনবাটি বাজার কমিটির ব্যবস্থাপনায় একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। মোহনবাটি বাজার সংলগ্ন বারোয়ারি দুর্গা মন্ডপ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সচেতনতা শিবিরে বিভিন্ন বিষয়ে যেমন ক্রেতা ও বিক্রেতাদের নিজ দায়িত্ব, ব্যবসায়ীদের সুবিধা ও অসুবিধা, প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আজকের বৈঠকটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি রিপন বল, রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, সাধন বর্মন ,চৈতালি ঘোষ সাহা সহ বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে ডিএসপি রিপন বল জানান, আজ এই বৈঠকে ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতন করার পাশাপাশি বিক্রেতাদেরও সচেতন করা হল কোনপ্রকার ভেজাল জিনিস যেন বিক্রয় না হয়।
ক্রেতা ও বিক্রেতার মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস মোহনবাটী বাজারের উন্নতিকল্পে রায়গঞ্জ পৌরসভার কার্যকরী ভূমিকার কথা তুলে ধরেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে পাভেল দত্ত জানান, ক্রেতা সুরক্ষা সচেতনতা মূলক কর্মসূচি আমরা সারাবছরই বিভিন্ন এলাকায় করে থাকি।
আজ মূলত বিক্রেতাদের উদ্দেশ্যে মোহনবাটি বাজার এলাকায় এই কর্মসূচি হচ্ছে। বাজারের সুস্থতা বজায় থাকে ক্রেতা বিক্রেতা সুসম্পর্কের ওপর ভিত্তি করে। তাই ক্রেতাদের সঠিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিক্রেতাদের নজর দেওয়া উচিত। অন্যদিকে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এধরনের কর্মশালা আরো প্রয়োজন বলে জানান চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু।
