#রায়গঞ্জ: বুধবার সকালে রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের কোতগ্রাম অঞ্চল পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বিগত কয়েক মাস যাবৎ ওই এলাকায় ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়েই চলছিল। মশারী টাঙিয়ে ভয়ে দিন গুজরান করছিলেন গ্রামবাসী। এলাকায় স্বাস্থ্য কেন্দ্র থাকলেও রক্ত পরীক্ষা হয় না বলে অভিযোগ তাদের।
জ্বর হলে রক্ত পরীক্ষা না করেই তাদের শুধু মাত্র জ্বরের ঔষধ দেওয়া হচ্ছে, যাতে করে জ্বর তো কমছেই না উল্টে সমস্যা বাড়ছে তাদের। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা জানিয়েছেন জেলাব্যাপী প্রায় ১৫০টি ডেঙ্গি রোগীর সংখ্যা পাওয়া গেছে যার মধ্যে নসরতপুরে ৩৯জন কে পাওয়া গেছে। এমনকি রক্ত পরীক্ষা সহ পরিষেবার সব রকম ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Author: News Britant
Post Views: 310