১১ দিনে দুই চূড়ায় আরোহন করলো মালবাজারের সুদেব রায়

#মালবাজার:  হিমাচল প্রদেশের ৬১০০ মিটার উচ্চতা মাউন্ট ইউনাম পর্বত চূড়ায় উঠে ফের নজীর তৈরি করলেন মাল বাজার শহরের  দক্ষিণ কলোনির যুবক  সুদেব রায়। এবার সাথে হুগলি জেলার  তারকেশ্বরের যুবক জ্যোতির্ময় মাইতীও পর্বত চূড়ায় উঠেছেন।  যুবককে অভিনন্দন  জানিয়েছে বিভিন্ন মহল।
মাল শহরের সুদেব রায় উত্তরবঙ্গের প্রখ্যাত হিমালয়ের নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ( ন্যাফ) এর সদস্য। পাশাপাশি সুদেব মালবাজার মাউন্টেন এন্ড রানার্স অ্যাসোসিয়েশনেরও সক্রিয় সদস্য। সম্প্রতি গত ২৪ আগস্ট সুদেব এবং মালদার গণেশ সাহা মাউন্ট সিনকুন পূর্ব ( ৬০৮১মিটার) আরোহণ করেন। সেবার তার সাথে মালদার গণেশ সাহা ছিলেন। এবার রবিবার ভোরে সুদেব এবং জ্যোতির্ময় ইউনাম পর্বত চূড়ায় উঠেছেন।
 পর্বত চূড়া জয় করার পর ফিরে এসে নজীরও তৈরি করেন। জ্যোতির্ময় বীজপুর পায়োনিয়ার অ্যাডভেঞ্চারের সদস্য। সুদেব বলেন আমরা ১লা সেপ্টেম্বর ভরতপুরে পৌঁছাই। ২রা  সেপ্টেম্বর রাতে পর্বত চূড়ার লক্ষ্যে যাত্রা শুরু করি। রবিবার ভোরে পর্বত চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। আজ মানালিতে ফিরে এসেছি। উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সমস্ত মহল।
ন্যাফের কো-অডিনেটর তথা উত্তরবঙ্গের বিশিষ্ট পরিবেশবিদ অনিমেষ বসু বলেন  পর্বত  চূড়া জয় করে মাত্র ১০ ঘণ্টা মধ্যে ফের বেস ক্যাম্পে নির্বিঘ্নে ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ  তাই ওনারা করে দেখিয়েছেন। সুদেবের প্রতিবশি তথা মাল পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সদস্যা রুমা দে দাস বলেন, এটা খুব অনুপ্রেরণার খবর। খুবই ভালো ছেলে ওর আরও সাফল্য কামনা করি। ও ফিরে এলেই ওকে বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হবে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা