বাংলায় প্রথম রাত ২ টা ১৫ মিনিটে শো, ”জওয়ান” জ্বরে কাঁপছে রায়গঞ্জ

#রায়গঞ্জ: রিলিজের আগের শাহরুখ খানের “জওয়ান” জ্বরে কাঁপছে রায়গঞ্জ। শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমা রিলিজ করতে যাচ্ছে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। তারইমাঝে এই সিনেমায় শো একের পর এক রেকর্ড ভাঙছে। এই বঙ্গে কলকাতার নিউটাউনে বৃহস্পতিবার প্রথম শো দেখানো হবে ভোর পাঁচটায়। আর এই শো-এর টিকিট হাউসফুল হওয়ার মুখে।

তবে তারমাঝেই কলকাতার উন্মাদনাকে টপকে রায়গঞ্জে এই শো দেখানো হবে রাত ২.১৫ মিনিটে।যেখানে দেখা যাচ্ছে, রায়গঞ্জে ছবি মুক্তির দ্বিতীয় দিনে, অর্থাৎ ৮ সেপ্টেম্বর প্রথম শো শুরু হবে রাত ২:১৫ মিনিটে। যা এর আগে পশ্চিমবঙ্গে আর কোনও সিনেমার জন্য হয়নি।

আর এই খবর টুইট করে জানিয়েছে এসভিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি। অন্যদিকে শাহরুখ খানের সিনেমা জওয়ান দারুণ ব্যবসা করবে বলে আশাবাদী এসভিএফ কল্যানী মাল্টিপ্লেক্সের অন্যতম কর্ণধার কৃষ্ণ কল্যানী।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা