লোন নিয়ে শোধ না করায় রায়গঞ্জের একটি নামী ওষুধের দোকান সিল করলো ব্যাঙ্ক

#রায়গঞ্জ: লোন নিয়ে লোন শোধ করতে না পারায় রায়গঞ্জের সুপার মার্কেটের একটি নামী ওষুধের দোকানকে সিল করলো রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। প্রশান্ত চ্যাটার্জি নামে ওই ওষুধের দোকানের মালিক গত ১৮ ডিসেম্বর ২০১৮ সালে ৩৫ লক্ষ টাকা সি সি অ্যাকাউন্টে লোন নেন ব্যাঙ্ক থেকে। এরপর বেশ কয়েকবার সেই লোন পরিশোধ করলেও তারপর থেকে লোন শোধ করা বন্ধ করে দেন।

ব্যাঙ্কের তরফ থেকে সেই লোন শোধ করার কথা বললেও দীর্ঘদিন ধরে সেই লোন শোধ না করায় বর্তমানে সেই লোন সুদে আসলে দাঁড়ায় প্রায় ৪৮ লক্ষ ৫৩ হাজার টাকা।এরপরই আজ ব্যাঙ্কের তরফ থেকে ওই দোকানের ওষুধ সহ দোকানটি বাজেয়াপ্ত করে ব্যাঙ্ক।যদিও এতটাকার ব্যাঙ্ক লোন শোধ করতে ব্যাঙ্ক কোনো রকম সহযোগীতা করেনি বলে অভিযোগ দোকানের মালিকপক্ষের।

এই বিষয়ে সোনালী চ্যাটার্জী বলেন, করোনার আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। করোনার সময় থেকে অসুবিধার কারণে লোন শোধ করার ক্ষেত্রে অসুবিধে দেখা দিয়েছিল। যদিও দোকান আমার ভাশুরের নামে, কিন্তু আমরা যেহেতু যৌথ পরিবার, তাই এই বিপদ আমাদের পুরো পরিবারেরই। অন্যদিকে এই বিষয় নিয়ে ব্যাঙ্কের প্রশাসক বৈকুন্ঠ চন্দ্র বৈশ্য বলেন, বারবার বলা সত্ত্বেও লোন পরিশোধের ব্যাপারে ওনারা কোনো কর্ণপাত করেন নি। তাই ব্যাঙ্ককে বাধ্য হয়ে আজ এই পদক্ষেপ নিতে হয়েছে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা