#নিউজ ডেস্কঃ সারা দেশের সাথে এই রাজ্যেও এবার বৃষ্টির পরিমাণ বেশ কম। কৃষি জমিতে জল না থাকার কারণে মাথায় হাত চাষীদের। এরকম পরিস্থিতিতে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, পড়ুন একনজরে।
উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্রের নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় এদিন এক বার্তায় জানান, আগামী ৯ থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলা গুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।
কোচবিহারে আগামী ৯ ও ১২ই সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১০, ১১ ও ১৩ই সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।জলপাইগুড়িতে আগামী ৯ ও ১২ই সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১০, ১১ ও ১৩ই সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারে আগামী ৯ই সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১০ থেকে ১৩ই সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ৯ই সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১০ থেকে ১৩ই সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
পাশাপাশি, মাঝিয়ানের আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আগামীকাল থেকে ৫ দিন মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলা হয়েছে, আগামী ৯ ও ১০ই সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ১১ থেকে ১৩ই সেপ্টেম্বর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। চাষীভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে,
আগামী ২ দিন জমিতে সেচ ও সার না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্প্রেও বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে জমিতে প্রয়োজন মতো জল দিতে বলেছে আবহাওয়া অফিস।
