#রায়গঞ্জ: রায়গঞ্জ কুলিক ফরেস্ট সংলগ্ন পথ পার্শ্বস্থ শিশুদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রাক্তনীরা ।এর পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হল তাদের।রায়গঞ্জ মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডা: নীলাঞ্জন মুখোপাধ্যায় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ১৯৯৫ উচ্চ মাধ্যমিক ব্যাচের ১১ জন প্রাক্তনী এই উদ্যোগ নিয়েছিলেন।
এরা বিভিন্ন পেশায় যুক্ত। তবে রায়গঞ্জের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ১১ জন প্রাক্তনী অরবিন্দ, দীপাম্বিতা, কৃষ্ণেস, নবমিতা, প্রলয়, পূজারিণী, রোশনাই, সুপ্রিয়, সুমন, সুস্মিতা ও সুকন্যা দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এমন সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত।
বন্ধুদের পক্ষে সুকন্যা ঘোষ জানান, যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তাদের রোগ, দুর্বলতা সহ অনান্য বিষয় নথিভুক্ত করে রাখা হবে। এদিন করোনেশন হাই স্কুলের প্রাক্তনীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন কৌশিক ভট্টাচার্য, নিবেদিতা ভট্টাচার্য, ঝুমকি পাল সহ অন্যান্যরা।বাড়ির পাশে দাদা-দিদিদের উদ্যোগে এমন শিবির হওয়ায় খুশি কুলিক ফরেস্ট এলাকার বাসিন্দারা।
