#নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নায়ডুকে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করলো নান্দিয়াল পুলিশ। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র পুলিশ। ২০২১ সালে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
টিডিপি সূত্রে খবর, শনিবার ভোরে একটি দলীয় কর্মসূচিতে হানা দেয় সিআইডি এবং অন্ধ্র পুলিশ। সকাল ৬টা নাগাদ তাঁকে গ্রেফতার করার পর মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে।

Author: News Britant
Post Views: 954