#রায়গঞ্জঃ সারা ভারত জুড়ে যখন শাহরুখ, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘জওয়ান’ সিনেমা সোরগোল ফেলেছে, তখন গভীর রাতে শনিবারের প্রথম শো দেখলেন রায়গঞ্জবাসী। হাউসফুল শো দেখে কর্তৃপক্ষও উচ্ছ্বসিত। রায়গঞ্জ শহরে শাহরুখ খানের নিজস্ব ইমেজ বারবার দেখা গেছে। শাহরুখ অভিনীত কোয়লা সিনেমা মুক্তির সময় এই শহরেই একটি সিনেমা হলে ঘটে যায় একটি দুর্ঘটনা।
বাজিগর থেকে শুরু করে বিভিন্ন সময়ে শাহরুখ খানের সিনেমা এই শহরের মানুষ উপভোগ করেছেন মন ভরে। এদিন রাত ২টা ১৫ মিনিটে যখন পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম শো শুরু হচ্ছে, তখন ভিড় উপচে পড়েছে শহরের একমাত্র মাল্টিপ্লেক্সে। এরমধ্যে একদিকে যেমন ছিল খুদেরা, তেমনি উপস্থিত ছিলেন মাঝবয়সী মানুষেরা।
এছাড়াও এদিনের এই বিশেষ শো দেখতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী। ৩ ঘন্টার সিনেমা দেখে ভোরবেলাতেও তৃপ্ত দেখালো শাহরুখ প্রেমী সাধারণ মানুষকে। তবে গল্পের মারপ্যাচ নিয়ে প্রথমার্ধে উত্তেজনা থাকলেও সিনেমা শেষের অংশ মন ভরাতে পারল না দর্শকদের।
