দাদাগিরি সিজন ১০ মূলপর্বের অডিশন অনুষ্ঠিত হল সারদা বিদ্যামন্দিরে

#রায়গঞ্জ: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেমশো দাদাগিরি আনলিমিটেড সিজন ১০ এর দ্বিতীয় তথা ফাইনাল পর্বের অডিশন হয়ে গেল শনিবার বেলা দশটায় সারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলে। কিছুদিন আগেই প্রথম পর্বের সিলেকশনে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে দ্বিতীয় পর্বে যাদের বেছে নেওয়া হল তারা সরাসরি কলকাতায় ফাইনাল পর্ব খেলার সুযোগ অর্জন করবে।

৯ এবং ১০ই সেপ্টেম্বর দুদিনের অডিশনে প্রায় ৩২০ জন ছাত্র ছাত্রী অংশ নেবে বলে জানা যায়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে ছিল কচিকাঁচাদের ভিড়। ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবকদের উত্তেজনা ছিল তুঙ্গে। উদ্যোক্তাদের তরফে সিনিয়র রিসার্চের অনির্বাণ কর জানান, মূলত চাইল্ড অ্যাক্টিভিটি এবং ইন্টার অ্যাকশনের ওপর ভিত্তি করে এই নির্বাচন প্রক্রিয়া করা হয়েছে।

সারদা বিদ্যামন্দিরের দায়িত্বপ্রাপ্ত আচার্য তথাগত ভট্টাচার্য জানান, শিশুদের বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে কথা বলিয়ে তাদের মনেরভাব প্রকাশ করানোর ক্ষেত্রে এধরনের আনন্দদায়ক কর্মসূচি খুবই কার্যকরী।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা