#রায়গঞ্জ: রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে শুরু হল এবছরের পাখি গণনা। দুদিনের এই পাখি গণনায় জেলার ৫টি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে রায়গঞ্জ বনবিভাগ এই পাখি গণনার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গের কুলিক পাখিরালয় হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শামুকখোল পাখির পাখিরালয়। মূলত গাছ পিছু পাখি গুণে মোট পাখি গণনা করা হবে বলে জানালেন রায়গঞ্জ কুলিক ফরেষ্টের রেঞ্জার প্রমিকা লামা।
গতবছর রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে মোট পরিযায়ী পাখি এসেছিল ৯৯৩৯৩টি। বিগত কয়েকমাস ধরে কম বৃষ্টিপাতের কারণে এবছর পাখির সংখ্যা কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাখি গননায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকেরা।
যেহেতু ইগরেট ও কর্মোরেন্ট নামক পরিযায়ী পাখিরা আগে অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যায়, তাই এবছর সুদর্শন পুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের পড়ুয়াদের নিয়ে কিছুদিন আগে পাখি গণনাও করা হয়েছে। তবে সামগ্রিক ভাবে কম পাখির আগমনের কারন হিসেবে খরা পরিস্থিতিকেই দায়ী করলেন বন আধিকারিকেরা।
