জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা সভা শিক্ষক সংগঠনের

#রায়গঞ্জ: দেশীয় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কেন্দ্র সরকার চালু করেছে জাতীয় শিক্ষানীতি ২০২০। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় শিক্ষানীতির আদলে রাজ্যের শিক্ষানীতি প্রস্তাব করেছে যা ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এই শিক্ষানীতি নিয়েই নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হলো রবিবার বেলা বারোটায় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে।

আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক তাপস দাস এবং শুভজিৎ দস্তিদার। জাতীয় শিক্ষানীতি শিক্ষক ও শিক্ষার্থী স্বার্থে কতটা সুরক্ষিত ও ফলপ্রসু তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

এই কর্মসূচি নিয়ে সংগঠনের উত্তর মন্ডলের সভাপতি তেজেশ কান্তি দাস বলেন, এই শিক্ষানীতি দেশীয় শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে যা শিক্ষক সমাজ তথা সাধারণ মানুষের কাছে আশু চিন্তার কারণ।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা