#রায়গঞ্জ: আজ ১০ই সেপ্টেম্বর, বিশ্বআত্মহত্যা প্রতিরোধ দিবস। এই উপলক্ষে রবিবার বেলা বারোটায় রায়গঞ্জের শ্যামাপল্লী এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতনুবন্ধু লাহিড়ী, সমাজসেবী তথা শিক্ষক শ্যামাপদ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সংগঠনের সম্পাদক সমীর কুন্ডু বলেন আত্মহত্যা বর্তমান সমাজের একটি জ্বলন্ত সমস্যা। দেশের মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এটি আরো ভয়ানক আকার ধারণ করেছে। দেশে প্রতিবছর গড়ে প্রায় ১৪ লাখ মানুষ আত্মহত্যা শিকার হন। উত্তর দিনাজপুর জেলার চিত্রটাও খুব স্বস্তিদায়ক নয়। তথ্য অনুযায়ী জেলায় প্রতিদিন গড়ে তিন থেকে চারজন মানুষ আত্মহত্যা করে।
এই বিপুল পরিমাণ আত্মহত্যার জন্য তিনি সামাজিক মাধ্যম জীবনশৈলী ও বর্তমান যুব সমাজের নেশার প্রতি আসক্ত হওয়াকে দায়ী করেন। তিনি জানান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে প্রশাসনকে এবিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে নতুবা এই সমস্যা ভয়ংকর আকার ধারণ করবে।
