#রায়গঞ্জ: ঠাকুর রায়সাহেব পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত হলো রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে। রবিবার সকাল ন’টা য় রায়গঞ্জের ফোয়ারা মোরে অবস্থিত পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মন্ডলীর সদস্য অরিন্দম সরকার, সাধন কুমার বর্মন, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতনুবন্ধু লাহিড়ী, সমাজকর্মী শ্যামাপদ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত উল্লেখ্য আজকের এই পুণ্য দিনে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটি স্বর্গরথ রায়গঞ্জ বাসীর স্বার্থে চালু করা হলো। এই প্রসঙ্গে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শকে পাথেয় করে মানুষ তথা রায়গঞ্জবাসী স্বার্থে পরিষেবা প্রদানে এগিয়ে চলেছে রায়গঞ্জ পৌরসভা।
