#মালবাজার: সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সম্পুর্ন অবৈধ ভাবে ডুয়ার্সের চেল, ঘিস লিস সহ বিভিন্ন নদী থেকে চলছে বালিপাথর তোলার কাজ।দিন রাত এক করে নদীর বুকে জেসিবি নামিয়ে নদী খনন করে বালিপাথর তোলা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এনিয়ে লেখালেখি হয়েছে। পরিবেশ প্রেমীরাও এই কাজে যথেষ্ট ক্ষুব্ধ। এবার নদী খাদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল ট্রাক মালিক, ড্রাইভার ও শ্রমিকরা।


সোমবার রাতে মালবাজার থানা মোরে এক প্রকার ধর্নায় বসে অবৈধ নদী খাদান ও বেআইনি পরিবহন নিয়ে সোচ্চার হয়ে ওঠেন ট্রাক মালিকরা। তাদের সঙ্গে ছিলেন ড্রাইভার ও ট্রাক শ্রমিকরা।ট্রাক মালিকদের পক্ষে সুব্রত দাস বলেন, গত তিন মাস ধরে নদী বন্ধ রয়েছে। ট্রাক গুলি বসে রয়েছে। কর্মহীন হয়ে বসে আছে শত শত শ্রমিক ও ড্রাইভাররা।


অথচ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নদী খনন করে ডাম্পারে বোঝাই পাচার হয়ে যাচ্ছে বালিপাথর। প্রশাসনের সামনে প্রতিদিন এই অবৈধ কাজ চলছে। এতে একদিকে যেমন রাজস্ব ক্ষতি হচ্ছে অন্যদিকে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হচ্ছে।


বন্যা ও হরপা বানের সম্ভাবনা বাড়ছে। আমরা চাই অবিলম্বে এই অবৈধ কারবার বন্ধ হোক”। এনিয়ে খোজ নিয়ে জানাগেছে, ট্রাকে বালি পাথর পরিবহন বন্ধ থাকলেও ডাম্পার ও ট্যাক্টারে বোঝাই হয়ে নিয়মিত সরবরাহ চলছে। নদীর বুকে সৃষ্টি হচ্ছে খাত। এতেই ক্ষুব্ধ পরিবেশ প্রেমী থেকে সবাই।




Author: News Britant
Post Views: 336