চালকদের তৎপরতায় দুটি পৃথক ঘটনায় রক্ষা পেল একাধিক হাতি

#মালবাজার: আবারও ট্রেন চালকদের তৎপরতায় দুটি পৃথক ঘটনায় দুটি ট্রেনের সামনে পড়া বুনো হাতির প্রান রক্ষা পেল। রেল সুত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল ৬.২২ মিনিট নাগাদ লাইট ইঞ্জিন চালিয়ে লোকো পাইলট এম,এস,রাও এবং পি, গোস্বামী নাগরাকাটা থেকে চালসা অভিমুখে আসছিলেন। হটাৎ নম্বর ৭০/৯ পিলারের কাছে দেখতে পান বনের মাঝে একটি বুনো হাতি রেললাইন পারাপার করছে।

এই দৃশ্য দেখতে পেয়ে চালক দুইজন ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে ট্রেন থামিয়ে দেন। পরে হাতি লাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে গেলে ট্রেন চালিয়ে গন্তব্য অভিমুখে রওনা দেন। এর কিছুক্ষণ পরে সকাল  ৬. ৪২ নাগাদ শিলিগুড়ি – ধুবড়ি ডেমু প্যাসেঞ্জার চালিয়ে চালসা থেকে নাগরাকাটা অভিমুখে যাচ্ছিলেন লোকো পাইলট সুভাষ দাস এবং সুদেব নাথ।
হটাৎ তারা দেখতে পান একটি বুনো হাতি রেললাইন পারাপার করছে। নজরে আসতেই তারা ট্রেন থামিয়ে দেন। পরে হাতি লাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে গেলে তারা ট্রেন চালিয়ে গন্তব্য অভিমুখে রওনা দেন। কিছু সময়ের ব্যবধানে পর পর দুটি ঘটনায় হাতির প্রাণ রক্ষা পাওয়ায়। চালকদের অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা