#রায়গঞ্জ: কেন্দ্রীয় ডাকবিভাগের উদ্যোগে এবং রায়গঞ্জ মুখ্য ডাকঘরের ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় ডাক বিভাগের বিভিন্ন সঞ্চয়ী ও বীমা প্রকল্পের সম্বন্ধে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করার লক্ষ্যে একটি জনসচেতনতা শিবিরের আয়োজন করা হলো বুধবার।
বেলা বারোটা থেকে আয়োজিত এই শিবিরে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, পোস্টাল লাইফ ইনসিওরেন্স, বায়োমেট্রিক আধার সংযুক্তিকরণ সহ একাধিক বিষয় গ্রামীণ মানুষদের সামনে তুলে ধরা হয়। বৃষ্টি বিঘ্নিত দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের আগ্রহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রায়গঞ্জ মুখ্য ডাক ঘরের পোস্ট মাস্টার দেব কুমার মুখার্জি বলেন বিভিন্ন ধরনের চিটফান্ডের প্রলোভন থেকে মানুষের সঞ্চয়কে সুরক্ষিত রাখতে এ ধরনের কর্মসূচির আয়োজন।

Author: News Britant
Post Views: 369