মায়ের স্মৃতিতে হুইলচেয়ার প্রদান সহৃদয় পরিবারের

#রায়গঞ্জ: মায়ের স্মৃতির উদ্দেশ্যে হুইল চেয়ার প্রদান করলো সাহা পরিবার। ১৭নং ওয়ার্ডে র বাসিন্দা অসীম কুমার সাহা ও তার পরিবারের পক্ষ থেকে উনার মা স্বর্গীয়া মায়ারানি সাহার পরলৌকিক ক্রিয়ার দিন উনার পিতা স্বর্গীয় ক্ষিতীশচন্দ্র সাহা ও মা স্বর্গীয়া মায়ারানি সাহার স্মৃতির উদ্দেশ্যে জনগণের কল্যাণে তুলে দিলেন হুইল চেয়ার।

নিজের বাসভবনে এই সামাজিক কাজটি করেন সাহা পরিবার। ওয়ার্ডের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ দের প্রয়োজনে যেন হুইল চেয়ার পরিষেবা পেতে পারে তাই সেই হুইল চেয়ার টি তুলে দেওয়া হয় ওয়ার্ড কো অর্ডিনেটর চৈতালি ঘোষ সাহার হাতে। এই পদক্ষেপে অত্যন্ত খুশি চৈতালি ঘোষ সাহা। তিনি জানান মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতির প্রয়োজন হয় না, ইচ্ছে থাকলেই যে করা যায় তা প্রমাণ করলো সাহা পরিবার।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা