উপাচার্যকে আটদফা দাবিসহ ডেপুটেশন প্রদান তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির

#রায়গঞ্জ: সারাবাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে আট দফা দাবি সহ দাবিপত্র তুলে দেওয়া হয় রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে র উপাচার্যের হাতে। বিগত ১৭দিন ধরে লাগাতার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারাবাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি বিক্ষোভ অবস্থান করে চলেছে।

উপাচার্যের অনৈতিক নিয়োগ, উপাচার্যের পক্ষপাতিত্ব মূলক আচরণের প্রতিবাদে লাগাতার সোচ্চার হোন সংগঠনের সদস্যরা। এদিন তাদের সেই দাবি গুলি নিয়ে তারা উপাচার্যের হাতে স্মারক লিপি প্রদান করে। যদিও তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্য এক অধ্যাপকের ইশারায় চলছেন তাই দাবি গুলি নিয়ে উপাচার্য কোন মন্তব্য করেন নি।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা