ফাইলেরিয়া আক্রান্তদের খুঁজতে কালিয়াগঞ্জ ও হেমতাবাদে হবে নাইট ব্লাড সার্ভে

#হেমতাবাদ: ফাইলেরিয়া রোগে আক্রান্তদের চিহ্নিত করতে উদ্যোগ গ্রহন করল স্বাস্থ্য দপ্তর। কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগামী ২১ ও ২২ এ সেপ্টেম্বর একাধিক গ্রামে মোট ৪ টি শিবির করে রাত্রে গ্রামের বাসিন্দাদের রক্ত পরীক্ষা করা হবে।

কালিয়াগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মুসরাইল রহমান জানিয়েছেন আগামী ২১ ও ২২ তারিখ এক দিন করে কালিয়াগঞ্জের মোরোয়াডাঙ্গী ও উত্তর মিরজাপুর এলাকায় ২০ বছরের উর্ধের বাসিন্দাদের রাত্রে বেলায় রক্তের নমুনা সংগ্রহ করা হবে। মূলত এলাকার কেউ ফাইলেরিয়া বা গোদ রোগে আক্রান্ত কিনা তা জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাত্রী ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এই সমীক্ষা চলবে।

পাশাপাশি হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক জানিয়েছেন, আগামী ২১ ও ২২ এ সেপ্টেম্বর হেমতাবাদ ব্লকের কান্তর ও নওদা এলাকায় এক দিন করে নাইট ব্লাড সার্ভে করা হবে। মোট ৩০০ জন বাসিন্দার উপর এই সার্ভে করা হবে।রাতের দিকেই ফাইলেরিয়া রোগের জীবনু শরীরে বেশি সক্রিয় থাকে। তাই এই রোগে আক্রান্তদের চিহ্নিত করতে রাতের বেলাতেই রক্তের নমুনা সংগ্রহ করা হবে।

ইতিমধ্যে ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগেই যেই এলাকা গুলিতে নাইট ব্লাড সার্ভে করা হবে সেই এলাকার বাসিন্দাদের এই রোগ এর পাশাপাশি চিহ্নিতকরণ প্রক্রিয়া সম্পর্কে অবগত করতে সচেতনতা মূলক প্রচার শুরু করা হয়েছে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা