#ইটাহারঃ সপ্তম দফায় দ্বিতীয় দিনে ইটাহার ব্লকে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনে এলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সমস্ত জায়গার পাশাপাশি ইটাহার ব্লকেও চলছে সপ্তম দফায় দুয়ারে সরকার শিবির। সেই মোতাবেক বুধবার ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে এবং ইটাহার ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় ইটাহার উচ্চ বিদ্যালয়ের মাঠে।
সকাল থেকে দুয়ারে সরকার শিবিরে এলাকার সাধারণ মানুষরা রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার, রুপশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের পরিষেবা নিতে ভিড় জমায়। এই শিবিরে এসে এলাকার সাধারণ মানুষরা সঠিক ভাবে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা এবং ইটাহার ব্লক ও পঞ্চায়েত দপ্তরের কর্মীরা সঠিক ভাবে উপভোক্তাদের পরিষেবা দিচ্ছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে দুয়ারে সরাকার শিবির পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।
এদিন তিনি ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাসকে সঙ্গে নিয়ে দুয়ারে সরকার শিবিরের বিভিন্ন সরকারি প্রকল্পের স্টল ঘুরে দেখেন এবং উপভোক্তাদের সাথে কথা বলেন। পাশাপাশি শিবিরে আগত কোন উপভোক্তার সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোন সমস্যা হলে সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয় ইটাহার ব্লক প্রশাসন ও ইটাহার পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত দপ্তরকে।
জেলা পরিষদের সভাধিপতি, ইটাহারের বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, সহকারী সভাপতি মজিবুর রহমান, ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন সহ অন্যান্যরা। এলাকার সাধারণ মানুষরা রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের সুবিধা সঠিক ভাবে পাচ্ছে, দুয়ারে সরকার শিবির পরিদর্শন করে জানান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।
