#রায়গঞ্জ: বাড়ি গিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জিওলজি অনার্সে সর্বোচ্চ নম্বর প্রাপক কে সংবর্ধনা প্রদান করলেন ওয়ার্ড কো অর্ডিনেটর। রায়গঞ্জের ১৮নং ওয়ার্ড, বন্দরের বাসিন্দা স্নেহাশীষ গুপ্তা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে জিওলজি অনার্স পাস করেছে।
বুধবার সকালে ওয়ার্ড কো অর্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃত্ব কর্মী বৃন্দ তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা প্রদান করে এবং ভবিষ্যত জীবনে আরো সাফল্য কামনা করে। বর্তমানে পড়াশুনার পাশাপাশি ভরতপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার পদে চাকরি করছে স্নেহাশীষ।
তবে এতেই থামার ইচ্ছে নেই তার, লক্ষ্য আরো ভালো চাকরি পাওয়ার। সেই লক্ষ্যে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি তার মা। তার মা রানী গুপ্তা জানায় ছোট থেকেই মেধাবী ছাত্র স্নেহাশীষ, পড়াশুনার প্রতি তার আগাগোড়াই আগ্রহ। এই ফল তার পরিশ্রমের ই ফসল।
