#নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা। বুধবার আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল ঘোষণা করলেন, ২০২৩ সালের টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। বৃহস্পতিবার পর্ষদের তরফে যাবতীয় বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সংবাদমাধ্যমেও। গৌতমবাবু আরো জানান, টেট পরীক্ষার্থীরা চাইলে আগামীকাল থেকেই নিজের নাম নথিভুক্ত করাতে পারেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিএড প্রশিক্ষিত প্রার্থীরা এই পরীক্ষায় বসার সুযোগ থাকছে না। চলতি বছরে টেট দিতে পারবেন কেবল মাত্র ডিএলএড-সহ প্রাথমিক প্রশিক্ষণ প্রাপ্ত চাকরি প্রার্থীরাই।

Author: News Britant
Post Views: 1,213