গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, শশুড়বাড়ির লোকেদের শাস্তির দাবী

#মালবাজার: এক যুবতী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের নাগরাকাটার। শশুড় বাড়ির লোকজন ওই গৃহবধূকে মেরে ফেলেছে বলে থানায় গৃহবধূর বাপের বাড়ির লোকেরা অভিযোগ জানিয়েছে। যদিও অভিযুক্ত স্বামী অভিযোগ অস্বীকার করেছে। জানাগেছে, গত আড়াই বছর আগে মালবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডের যুবতী জ্যোতি আগরওয়ালের নাগরাকাটা বাজারের বাসিন্দা রচিত গোয়েলের বিয়ে হয়।
রচিতদের নাগরাকাটা বাজারে দোকান রয়েছে। বিয়ের পর তাদের এক সন্তান হয়। গত সোমবার  গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। সেই খবর পেয়ে গৃহবধুর বাপের বাড়ির লোকেরা নাগরাকাটায় পৌঁছে মেয়ের শশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। যদিও যুবতীর স্বামী রচিত গোয়েল জানান, কোন অত্যাচার করে হয়নি। রাতে আমাকে খেতে দিয়ে ছেলেকে খাওয়াচ্ছিলো।
আচমকাই পড়ে যায়। দেখতে পাই ওর শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। দ্রুত শুলকাপাড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানায়। কিন্তু, মেয়ের স্বামীর এই বক্তব্য মানতে চাননি যুবতীর মা ও পরিবারের লোকজন। মৃতার মা কান্না ভেঙে পড়ে বলেন ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। মেয়ে মাঝেমধ্যে ফোনে জানাতো ওরা মারধর করে। পরশু দিনও ফোনে মারধরের কথা জানিয়েছে।
মঙ্গলবার ওই যুবতী গৃহবধূর ময়নাতদন্ত হয়।
অন্যদিকে অভিযোগ জানানোর পর একদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানিয়ে আবার বুধবার বিকালে আবার নাগরাকাটা থানায় অভিযোগ জানায় মেয়ের বাড়ির লোকজন। এদিন মৃতার পরিবারের সঙ্গে ছিলেন মাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুদেবী মোর। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবী করেন।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা