সংস্কৃতি মহোৎসবে প্রশ্ন মঞ্চে রূপাহার সারদার ৩

#রায়গঞ্জঃ সংস্কৃতি মহোৎসবের প্রশ্ন মঞ্চে অংশ নিতে ওড়িশার কটক চলল রায়গঞ্জ রূপাহার সারদা শিশু তীর্থের ৩ খুদে পড়ুয়া। আগামী ১৭ ও ১৮ তারিখ ওড়িশার কটকের সরস্বতী বিদ্যা মন্দিরে এই পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতার আসর বসবে বলে জানালেন ওই স্কুলের প্রধানাচার্য স্বরূপ গোবিন্দ রাহা।

তিনি বলেন, সংস্কৃতি মহোৎসবে আমাদের বিদ্যালয়ের ৩ জন ছাত্র অংশ নেবে। এরা হল প্রিতাংশু ঘোষ, অংশু সরকার ও গৌরব কুন্ডু। এদের সাথে ২ জন শিক্ষক সুজন পাল ও বিল্টু সাহা কটকে যাচ্ছেন। এখানে জয় পেলে জাতীয় স্তরে সুযোগ পাবে আমাদের ৩ খুদে পড়ুয়া। ১৫ তারিখ রাতে রাধিকাপুর এক্সপ্রেসে দলটি কোলকাতা হয়ে পরদিন সন্ধ্যায় কটকে পৌঁছে যাবে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা