রায়গঞ্জের একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়ুয়াকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য

#রায়গঞ্জ: স্কুল ছুটির পরেই অপরিচিত এক ব্যক্তি বাবা পাঠিয়েছে বলে পড়ুয়াকে তুলে নেওয়ার চেষ্টা,রায়গঞ্জের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে এধরনের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো।

গত ৭ সেপ্টেম্বর রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলে তৃতীয় শ্রেনীর ছাত্র স্কুলে গেলে, স্কুল ছুটির সময় একজন অপরিচিত ব্যক্তি ওই ছাত্রকে আটকে তাঁকে নিয়ে যেতে চায় যদিও উপস্থিত বুদ্ধির জেরে সেই পড়ুয়া সেদিন ওই অপরিচিত ব্যক্তির হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফিরে আসে আর এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে অভিভাবক সহ ওই পড়ুয়াদের মধ্যে।

অন্যদিকে ওই পড়ুয়ার মাও এই বিষয়ে আতঙ্কিত।যদিও এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে স্কুলের গেটের সামনে এধরনের ঘটনা নিয়ে স্কুলের প্রন্সিপাল ড্যানিয়াল ঢুডু জানান, এই বিষয়ে অভিভাবকরা স্কুলে জানিয়েছেন। খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে তিনি জানান।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা