রায়গঞ্জ রেলস্টেশনে যমরাজের আগমন, দিলেন সাবধানী বার্তা

#রায়গঞ্জ: সাধারণ মানুষকে সচেতন করতে এবার মর্ত্যে যমরাজের আগমন। একটু অসাবধান হলেই যমরাজের কাছে যেতে হবে এই বার্তা নিয়ে রায়গঞ্জ রেলস্টেশন এবং রেল ক্রসিংএ হেঁটে বেড়ালো যমরাজ। ট্রেনের দুর্ঘটনার বিষয় নিয়ে সচেতন করার পাশাপাশি ট্রেনে নানা রকম আক্রমণ থেকে বিরত রাখতে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রেল পুলিশের পক্ষ থেকে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা