#রায়গঞ্জ: ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে দশ দফা দাবি সহ দাবীপত্র প্রদান করা হয় জেলা সমাহর্তার হাতে। বৃহস্পতিবার দুপুরে কর্ণজোড়া মেইন গেট থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা জেলা সমাহর্তার করনে।
প্রতি বছরের ন্যায় এ বছরও দাবি দিবস হিসেবে ১৪ ও ১৫ই সেপ্টেম্বর জেলা শাসক ও ইসলামপুর মহকুমা শাসকের কাছে দাবিপত্র পেশ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মূলত জেলার সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ, জেলার প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠ ও অবাধ নির্বাচন, জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ, গ্রামীণ হাসপাতাল গুলিকে উন্নত করা সহ দশ দফা দাবি তারা তুলে ধরেন এদিন।

Author: News Britant
Post Views: 301