রিসোর্টে অজগরের হানা সাপ ছুঁয়ে দেখে উচ্ছ্বসিত সোহম

#মালবাজার: গত কয়েকদিন ধরেই ডুয়ার্সের বুকে চলছে বাংলা সিনেমা “প্রধান”য়ের শুটিং। কলাকুশলীদের মধ্যে রয়েছেন দেব অধিকারি, সোহম চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা রয়েছেন মেটেলি ব্লকের ধুপঝোড়া পর্যটন কেন্দ্রের গরুমারা জঙ্গল লাগোয়া একটি রিসোর্টে।

বৃহস্পতিবার সকালে সেই রিসোর্টে চলে আসে ১৫ ফুট লম্বা এক বিশাল অজগর সাপ। এতেই চাঞ্চল্য ছড়ায়। প্রথমে রিসোর্ট কর্মীদের নজরে আসে সেই বিশাল অজগর। বনাঞ্চল লাগোয়া চা বাগান থেকে অজগরটি রিসোর্টে চলে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। অজগরের খবর পেয়ে রুম থেকে বেরিয়ে আসেন সোহম চক্রবর্তী।

চোখের সামনে বিশাল সাপ দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অজগর ছুয়ে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন বিভাগের ধুপঝোড়া বিটের কর্মীরা। তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। পরে গরুমারা জঙ্গলে ছেরে দেয়।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা