চা সুন্দরী প্রকল্পের হাল বেহাল, শ্রমিকদের ঘর দেওয়া হলেও, থাকছেনা কেউই

#মালবাজার: মুখ্যমন্ত্রীর চা সুন্দরী প্রকল্পের বাড়ি জঙ্গলে ঢেকেছে। কোন ঘরেই থাকে না শ্রমিকেরা৷ যার ফলে পরে পরে নষ্ট হচ্ছে কোটি টাকার ওপর খরচ বানানো ঘরগুলো। বিভিন্ন ঘরের জানাল কাচ, বিদ্দুৎ এর জিনিসপত্র ভেঙ্গে পরে রয়েছে। এখানেই শেষ নয়। বর্তমানে এই ঘরগুলো এখন যুবকদের নেশা এবং তাসের আসরে পরিনত হয়েছে।
 মুখ্যমন্ত্রীর ঘোষিত “চা সুন্দরী” প্রকল্পে নতুন করে গড়ে ওঠা শ্রমিক আবাসনে বসবাসের জন্য ঘরের চাবি হাতে পেলেও সে ঘরে এখনও অবধি থাকতে শুরু করেন নি মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের শ্রমিকরা। মোদ্দা কথায়, চা সুন্দরী প্রকল্পে মানাবাড়ি চা বাগানের শ্রমিক আবাসনে এখনও অব্দি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নি বলেই শ্রমিকরা সেখানে থাকতে পারছেন না বলে অভিযোগ।
প্রায় ছয় মাস আগে ঢাকঢোল পিটিয়ে জেলা প্রশাসনের তরফে মানাবাড়ি চা বাগানের ৪৪ টি শ্রমিক পরিবারের হাতে প্রথম দফায় ঘরের চাবি তুলে দেওয়া হয়েছিল।মানাবাড়ি চা বাগানের ডোনাই প্রজা,মিনি ওরাওঁ,গোরা মুন্ডার মতো চা শ্রমিকরাও সেদিন নতুন ঘরের চাবি হাতে পেয়ে উৎফুল্ল ছিলেন।
কিন্তু কয়েকমাস পেরিয়ে গেলেও এখনও অব্দি সরকারের বরাদ্দ ঘরে যেতে না পেরে ক্ষোভ শ্রমিকদের।
আশিক প্রজা নামে এক শ্রমিক বলেন, বিদ্যুতের খুটি লাগানো হলেও সংযোগ না থাকার কারনে বেশ কয়েকটি আবাসের জানালা, দরজার কাঁচ রাতের অন্ধকারে কে বা কারা  ভেঙে ফেলেছে।ইলেকট্রিকের সুইচ বোর্ডের ক্ষতি করেছে দুস্কৃতীরা।এছাড়াও শ্রমিক আবাসন জুড়ে ঝোপঝাড়ের জঙ্গল বেড়ে উঠেছে।অবিলম্বে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে এখানে স্থায়ীভাবে শ্রমিক আবাসন চালু করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
 তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি রাজেশ লাকড়া বলেন কেন চা শ্রমিকেরা ওই ঘরগুলোতে থাকছেন না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম, বহু ঘরের জানালাসহ বিভিন্ন জিনিস কেও বা কারা ভেঙ্গে দিয়েছে। আমি ওই এলাকাতে গিয়ে খোজ খবর শুরু করব।
প্রসঙ্গত উল্লেখ্য, মানাবাড়ি চা বাগানে প্রায় সাড়ে আট একর জমির ওপর এক কোটি চার লক্ষ চুরানব্বই হাজার টাকা প্রকল্প ব্যয়ে  প্রথম ও দ্বিতীয় দফায় সবমিলিয়ে  মোট ২০৬ টি শ্রমিক আবাসন গড়ে তোলার কাজ হবে।প্রথম দফায় যার মধ্যে  ৪৪ টি বাড়ি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দুটো শোয়ারঘর, খাবার ঘর, রান্নাঘর ও শৌচাগার মিলিয়ে একেকটি বাড়িতে প্রয়োজনীয় রানিং ওয়াটার ও বিদ্যূত সংযোগের ব্যবস্থাও একইসঙ্গে করে দেওয়ার কথা থাকলেও এখনও অব্দি মানাবাড়ি চা বাগানে চা সুন্দরী প্রকল্পের আবাসনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নি।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা