#মালবাজার: কয়েকটি চাবাগানের যাতায়াতের একমাত্র রাস্তার হাল বেহাল হয়ে গেছে। ক্ষতবিক্ষত রাস্তায় জল জমে ডোবা হয়ে গেছে। তারমধ্যে খেলছে হাঁস মুরগি। যাতায়াত করতে নিত্যদিন ভুগতে হয় সবাইকে। এতেই ক্ষুব্ধ চারটি চাবাগানের কয়েক হাজার মানুষ। দ্রুত নতুন রাস্তা নির্মাণের দাবি করেছে স্থানীয় লোকজন।


মেটেলি বাজার থেকে উত্তর পশ্চিম দিকে সোজা চলে গেছে রাজ্য সড়ক। প্রায় ৭ কিমি এই পথ ধরে চিলোনি, নাগেশ্বরী, জুরন্তি ও ইঙ্গু চা বাগানের বেশ কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী, চা বাগানের পন্যবাহী গাড়ি যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তার বর্তমানে অত্যন্ত বেহাল। ক্ষতবিক্ষত রাস্তায় জল জমে ছোট ডোবার মতো হয়ে গেছে। সেই জলে হাঁস-মুরগি খেলা করে।


সেই রাস্তার উপর দিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন। স্থানীয় বাসিন্দা ক্রীস্টান খেড়িয়া বলেন, এই রাস্তা দিয়ে চার চাবাগানের মানুষ যাতায়াত করে। বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু, কিছু হয় নি। নেতা মন্ত্রীরাও আসেন। কিন্তু, কিছু হয় নি।

তবে আশার কথা শুনিয়েছেন এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াতকারী সদ্য জেতা জেলা পরিষদ সদস্যা স্মোমিতা কালান্দি। তিন বলেন, নির্বাচনে জিতলেও আমাদের স্থায়ী কমিটি গুলি গঠিত হয়নি। আগামী ১৯ সেপ্টেম্বর মিটিং আছে। তবে কুর্তি নদীতে সেতু ও রাস্তা নির্মাণ আমার প্রথম টার্গেট। অ্যাক্সান প্লানের কাজ শুরু হলে এই বিষয় নিয়ে উদ্যোগ নেব।





Author: News Britant
Post Views: 589