পুজোর মরশুমে খুশির খবর বেঙ্গল সাফারি পার্কে

#শিলিগুড়ি: পুজোর মরশুমে বেঙ্গল সাফারি পার্কে আসা পর্যটকদের ভিড় সামাল দিতে জঙ্গল সাফারির জন্য আরও বাড়তি দশটি বাস আনতে চলেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শুক্রবার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে বেঙ্গল সাফারি পার্কের কাছে জঙ্গল সাফারি জন্য নিজস্ব দশটি বাস রয়েছে।

কিন্তু এই বাসগুলি মাঝেমধ্যে বিকল হয়ে পড়ার কারণে পার্কে ঘুরতে আসা পর্যটকদের হয়রানি শিকার হতে হয়। তাছাড়াও সামনে যেহেতু ভরা পর্যটন মরশুম ফলে এই সময় দেশি -বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে। তাই পর্যটকদের কথা মাথায় রেখেই আগেভাগে ব্যবস্থা নিতে শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ।

জানা গিয়েছে বর্তমানে যে বাসগুলি রয়েছে তার চেয়েও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হবে বাস গুলি এবং সেখানে পর্যটকদের পানীয় জলের ব্যবস্থা থাকবে। অন্যদিকে এদিন মন্ত্রী জানিয়েছেন পূজোর পর নভেম্বর মাসেই বেঙ্গল সাফারি পার্কে আসতে পারে সিংহ। এছাড়াও পার্কের সাফারি এরিয়াকে আরো বাড়ানোর জন্য উদ্যোগ নিতে শুরু করেছে আর কর্তৃপক্ষ।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা