খুঁটিপূজার মধ্যে দিয়ে দুর্গোৎসবের সূচনা করলো রুপাহার যুবসংঘ

#রায়গঞ্জ: ঢাকে কাঠি পড়ছে, আর কিছুদিন বাদেই হবে মা দুর্গার আগমন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। রূপাহার যুব সংঘের পরিচালনায় খুঁটি পুজো অনুষ্ঠিত হল শুক্রবার দুপুরে। খুঁটি পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এদিন। হলুদ শাড়ি পরে মহিলা দের নৃত্যে আনন্দমুখর পরিবেশে র মধ্যে দিয়ে এই খুঁটি পুজো আয়োজিত হয়।

প্রতি বছরই দুর্গা পুজোয় নতুনত্ব থিমে পুজো করে নজর কাড়ে রূপাহার যুব সংঘ। এবার ৫৪তম বর্ষে তাদের পুজোর থিম এক চিলতে ভুটান। এছাড়াও থাকবে চন্দননগরের আলোকসজ্জা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা